ধামরাই সোমভাগ গ্রামে স্বর্গীয় সুখলাল গোস্বামীর বিরহ তিথি উপলক্ষে গীতাযজ্ঞ ও নামযজ্ঞ উৎসব

0
140

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ গ্রামের স্বর্গীয় সুখলাল গোস্বামীর ১৬তম মৃত্যু বার্ষিকীর বিরহ তিথি উপলক্ষে শ্রীশ্রী গীতাযজ্ঞ, অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন উৎসব -২০২৪ অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোমভাগ স্বর্গীয় সুখলাল গোস্বামীর বাসভবনের সামনে শ্রীশ্রী গীতাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞ উৎসবের শুভ অধিবাস অন্তে ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শেষে ১৭ই ই ফেব্রুয়ারি শনিবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে নরনারায়ণ সেবারআয়োজন করা হয়।ভক্তসেবা সহ মহাপ্রসাদ বিতরন করা হয়।

স্বর্গীয় সুখলাল গোস্বামীর সুকণ্যা বিশিষ্ট ধর্মানুরাগী সুদেবী গোস্বামী ও তার স্বামী বিশিষ্ট ধর্মানুরাগী রতন বাবুর আয়োজনে ও স্বর্গীয় সুখলাল গোস্বামীর শিষ্য বিশিষ্ট ধর্মানুরাগী শ্রী প্রহল্লাদ সরকার সহ সকল শিষ্যগন ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় শ্রীশ্রী গীতাযজ্ঞ ও নামযজ্ঞ উৎসব অনুষ্ঠান ধর্মীয় রীতি নীতি আচার অনুষ্ঠান অনুযায়ী সুষ্ঠু সুন্দর ভাবে উদযাপন করা হয় ।

নামযজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, যশোমাধব মন্দির কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক শ্রী দীপক চন্দ্র পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগত শতশত ভক্তবৃন্দ।