নির্বাচন করতে পারবেন না ইমরান খান, হাইকোর্টের রায়

0
41

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। এনএ-১২২ ও এনএ-৮৯ আসনে অযোগ্য ঘোষিত সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা ও আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি আলী বাকার নাজাফির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আবেদনে ইমরান খান বলেন, রিটার্নিং অফিসার ও আপিল ট্রাইব্যুনাল তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছে,

তাই তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া উচিত। উভয় পক্ষের যুক্তি তর্ক শোনার পরে, এলএইচসি বেঞ্চ পলিটিকোর আপিল খারিজ করে দেয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তগুলি বহাল রাখে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লাহোরের এনএ-১২২ এবং মিয়ানওয়ালির এনএ-৮৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও, পিটিআই-এর অন্যান্য বড় দের দায়ের করা একাধিক পিটিশনের শুনানিও করেছে হাইকোর্ট।