নাগরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

0
81

টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

মঙ্গলবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, আনসার ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, নয়ানখান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা, নাগরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক লক্ষীকান্ত সহ পুজারীবৃন্দ।