ভোলার উত্তরদিঘলদীতে প্রবাসীর বাড়ীতে চুরি

0
243

স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নে এক সৌদিআরব প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়েছে বলে জানা গেছে।

২৭শে সেপ্টেম্বর রাতে উত্তরদিঘলদী ৭নং ওয়ার্ডের জয়গুপি গ্রামের প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের বাড়ীতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রবাসী আবুল কাশেম এর বড় বোন মরিয়ম বাদী হয়ে ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। যার নং ৯২০/২৩।

অভিযোগ সূত্রে জানা যায়, সৌদিআরব প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের স্ত্রী ও বাবা মা ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ীতে রুবেল নামের একজন কেয়ারটেকার রয়েছে। ২৬শে সেপ্টেম্বর বিকালে রুবেল দরজা জানালা লাগিয়ে বাড়ীতে যান। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে এসে দেখেন জানালার গ্রিল ভাঙ্গা ও ঘরের দরজার তালা খুলে না।

এ ঘটনা দেখে রুবেল আবুল কাশেম মাতাব্বরের বড় বোন কে ডেকে এনে বিকল্প ব্যবস্থায় ভিতরে প্রবেশ করে দেখেন, সবই এলোমেলো ও রুমের দরজা, আলমারী সবই ভাঙ্গা। ট্যাপ কল, ঝর্নাসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

এ বিষয়ে ভোলা সদর থানার ডিউটি অফিসার এসআই আবু জাফর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।