পোরশায় জাতীয় ক্রিড়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণ
ইসমাইল হোসেন, পোরসা (নওগাঁ): নওগাঁ পোরশায় ৫০ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রিড়া শিক্ষকদের পরিচালনায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।
মঙ্গলবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে বিকাল পাঁচটায় পুরস্কার বিতরণ করা হয়। দুইদিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পোরশা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। খেলায় হার-জিত আছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা দুঃখী মানুষের বন্ধু শিক্ষার কারিগর ক্রিড়া-প্রেমিক উপজেলা চেয়ারম্যান।
নওগাঁ জেলা শিক্ষা অফিসারের সভাপতি তে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেরএকাডেমিক সুপারভাইজারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক একরামুল হক।
চেয়ারম্যান আরও বলেন, আজকের জাতীয় ক্রিড়া প্রতিযোগীতায় যেমন অংশ গ্রহণ করেছ এমনি ভাবে শিক্ষাতেও এগিয়ে যেতে হবে তোমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ এ প্রতিযোগীতায় যাদের অংশগ্রহণে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে এনেছ তাদের জানায় স্বাগতম শুভেচ্ছা। আর যারা তাদের সহযোগীতা করেছ তাদেরও জানাই সু-স্বাগতম।এ ভাবে যখন পোরশার শিক্ষার্থীরা নওগাঁ জেলায় বিজয়ী হবে গর্বে আমাদের বুকটা ভরে যাবে।
ফাইনাল প্রতিযোগীতায় এভাবে নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ কে হারিয়ে চাম্পিয়ান হিসাবে পুরস্কার কেড়ে নিলেন কড়িদহ উচ্চ বিদ্যালয়। এতে কোচ হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পলাশ কুমার সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রিড়া শিক্ষক মোঃ মনছুর আলী কাদিপুর উচ্চ বিদ্যালয়, মোঃ হাসান আলী দুয়ার পাল দাখিল মাদ্রাসা, মোঃ জবেদ আলী বাদকহেন্দা দাখিল মাদ্রাসা, আবুল কালাম মশিদ পুর উচ্চ বিদ্যালয় সহ সকল ক্রিড়া শিক্ষক গণ ও শিক্ষার্থী বৃন্দু। পুরস্কার গ্রহণের সময় উৎসুক শিক্ষার্থীরা বিজয়ীদের করতালী দিয়ে সংবর্ধনা প্রদান করেন।