মুন্সিগঞ্জ

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাট করার অপরাধে ৪টি ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার বাগবাড়িসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এ সময় তিনি ড্রেজারের সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, চলতি মাসে গত এক সপ্তাহে উপজেলাব্যাপী অভিযান পরিচালনা করে মোট ৩৭টি অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিভিন্ন মামলায় জরিমানার ৬ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়। আড়িয়ল বিলসহ এই অ লে বালু উত্তোলন ও কৃষি জমি-জলাশয় ভরাট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button