কুড়িগ্রামে ৫শ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

0
98

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিনটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই এই স্লোগানে উজ্জীবিত হয়ে কুড়িগ্রামে বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাশেদুল হাসান প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ,ছাত্র-ছাত্রীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।পরে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়।