কুয়েটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপিত

0
83

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে ০৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ নিউ একাডেমিক কমপ্লেক্সের উত্তর পাশে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বাদল ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।

এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সস্মুখ থেকে একটি র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ইউআরপি ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।