মনপুরায় পুকুরে পানিতে বিরল প্রজাতির মাছ, দেখতে উৎসুক জনতার ভীর

0
186

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার একটি পুকুরে বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ।

মনপুরা উপজেলা ২ নং হাজির হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। মোঃ মনির হোসেন মনু মিয়া (৫০)। সোমবার দুপুরে মাছ ধরতে নামলে তার জালে উঠে আসে বিরল প্রজাতির মাছটি।

মনির হোসেন মনু মিয়া জানান, গত ৪ মাস আগে নদী থেকে মাছটি শখের বসে নিজে পুকুরে উবমুক্ত করেন তিনি। তখন মাছটি আরো ছোট্ট ছিলো।

মাছটি ধরা পড়ার পর থেকে এটি দেখতে বাড়ির আশপাশের লোকজন ভিড় জমায়। মাথা থেকে লেজ পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা মাছটির ওজন প্রায় ৩০০ গ্রাম।

মাছটি সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস বলে জানা গেছে।