শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

0
143

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে যথাযথ মর্যাদায় ৫৩তম মহান স্বধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন হয়।

দুপুরে উপজেলার মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য, প্যালেন চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি কর্মকর্তা শান্তনা রানী, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর থানর ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক. অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ।