নান্দাইলে ঘোষপালা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
130

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ঘোষপালা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার(১৯ই মার্চ) মাদ্রাসা খেলার মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯, নান্দাইল আসনের এমপি আলহাজ্বআনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার রাকিবুল হাসান, ৮নং ওয়ার্ড কমিশনার খায়রুল ইসলাম মানিক, ২নং ওয়ার্ড কমিশনার শাহীনুর রহমান শাহীন, জমিয়াতুল মোদার্রেছীন নান্দাইল উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুল হাই, আচারগাঁও ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বাশহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন ভূইয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ।

এছাড়াও জাহাঙ্গীর পুর আলিম মাদরাসা, রসুলপুর আলিম মাদরাসা, ধূরুয়া ডিএস দাখিল মাদরাসা,মহাবৈ মহিলা দাখিল মাদরাসার প্রধানগণ সহ আশপাশ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর সময় ১০ ঘটিকা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, ব্যাচ ও উত্তরীয় প্রদান, পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, স্কাউট ও প্রতিযোগিদের মার্চপাস্ট, সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্য সহ সকল আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি এমপি তুহিন অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি, মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ সহ মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সহকারী অধ্যাপক শাহীনা আক্তারের পরিচালনায় শ্যামল বাংলার কথিকা নামক ডিসপ্লে পরিবেশন করা হয়।