রমজান উপলক্ষে ভোলায় প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
89

ইয়ামিন হোসেন,ভোলা:পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।

সভার শুরুতে গত বছরের সিদ্ধান্ত সমূহ সভায় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা । সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে, ইফতার সামগ্রীতে কোন প্রকার রং ব্যবহার করা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, খাবার ঢেকে রাখা, সুলভ মূল্যে চাল বিক্রি, রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

নির্ধারিত বাজার ধর অনুযায়ী প্রতিদিন পণ্য বিক্রি হয় কিনা সে বিষয়ে বাজার মনিটরিং করা, পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি করা, ইউরিয়া মিশ্রিত মুড়ি বাজারে বিক্রি না করা, ঈদের পোশাক বিক্রেতাদের ক্রয়মূল্যের সংরক্ষণ করা, সবজি বাজারের খুচড়া বিক্রিতাদের ভাউচার সংগ্রহ ও বাজার সিন্ডিকেট না করায় অনুরোধ করেন।

এছাড়াও নিম্নমানের খেজুঁর বিক্রি ও গরু মুরগির মাংস’র দাম বৃদ্ধি না করার কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক দ্বীপবাণীর সম্পাদক এম এ তাহের, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ শাফিয়া খাতুন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল,কাউন্সিল ওমর ফারুক হাওলাদার, কাউন্সিলর শাহে-আলম সহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সম্পাদক বৃন্দ।