বস্তাবন্দি ও উন্মুক্তভাবে পড়ে আছে জবির গুরুত্বপূর্ণ নথিপত্র

0
170

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র বস্তাবন্দি হয়ে গড়াগড়ি খাচ্ছে সিড়িতে ও ফ্লোরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের অর্থ ও হিসাব রক্ষক দপ্তর সংলগ্ন সিড়ির নিচে, মেঝেতে ও সিড়িতে উন্মুক্ত পরিবেশে ফেলে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয়ের যাবতীয় নথিসহ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ফাইল সমূহ। ট্রেজারার দপ্তরে উঠার সিড়ির ভিতর বস্তাবন্দি করেও অনেকদিন যাবৎ ফেলে রাখা হয়েছে বেশ কিছু নথি।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যায়গা সংকট এর কারনে কোনো স্টোর রুম নেই তাই এভাবে রাখা হয়েছে কাগজপত্রগুলো যা,যেকোনো সময় হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে।

এ বিষয়ে হিসাব রক্ষক দপ্তরের পরিচালক ড. কাজী মো: নাসিরুদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যায়গা সংকট তাই ফাইলগুলো এভাবে রাখা হয়েছে। ফাইল ও নথিপত্র রাখার জন্য মসজিদের কাছে একটা রুম ও রেক তৈরি করা হচ্ছে অতিদ্রুতই এগুলো সেখানে নিয়ে যাও য়া হবে।