আগামী ২৮ ফেব্রুয়ারি ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩

0
300

২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ (উর্মিয়া, ইরান)

আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ইরানের উর্মিয়া শহরে অনুষ্ঠিত হবে ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩। শেষ হবে ৪ মার্চ, ২০২৩।বাংলাদেশ জুনিয়র কাবাডি দল ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ২৫ ফেব্রুয়ারি, ২০২৩। ২৬ ফেব্রুয়ারি রিপোর্টিং। ২৭ ফেব্রুয়ারি ম্যানেজার্স মিটিং, ওয়েট নেয়া।

অংশগ্রহণকারী দেশ:
১। পাকিস্তান ২। ভারত ৩। চাইনিজতাইপে ৪। থাইল্যান্ড ৫। তুরস্ক ৬। মালয়েশিয়া
৭। বাংলাদেশ ৮। নেপাল ৯। তুর্কমেনিস্তান ১০। কেনিয়া ১১। ইরাক ১২। উগান্ডা
১৩। জর্জিয়া ১৪। আজারবাইজান ১৫। ইরান ১৬। এস্তোনিয়া

প্রতিটি দেশ থেকে ১ জন করে আইটিও (ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসিয়াল) নিচ্ছে।বাংলাদেশ থেকে আইটিও হিসেবে যাচ্ছে ডিএম মোখলেছুজ্জামান।

২০১৯ সালে অনুষ্ঠিত ১ম জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ এ বাংলাদেশ ব্রোঞ্জ পদক পায়।

বাংলাদেশ দল:

১।মো: রোহানমিয়া ২।শেখতসলিমউদ্দিন ৩।জুয়েলইসলাম ৪।আবুরায়হান
৫।ইব্রাহিমখলিল ৬।মো: মাহবুবুররহমান ৭।মো: ফেরদৌস ৮।মো: আবুজরসরকার
৯।উজ্জাপনচাকমা ১০।মো: নাহিদহাসান ১১।শাহ্ মোহাম্মদশাহান ১২।মো: মহিমহোসেন

স্ট্যান্ডবাই (৩জন): ফাহিমআলী, মিনহাজুর রাব্বী ও তামভীর মিয়া।

# শ্রিনিবাস রেড্ডিলিংগামপাল্লি (হেডকোচ)
# মো: জিয়াউর রহমান (কোচ)
# এসএম নেওয়াজ সোহাগ (টিম ম্যানেজার)