মুগ্ধতা!

0
180

মুগ্ধতা
সুদীপ চন্দ্র হালদার

ভক্তের মুগ্ধতা দেবালয়ের দেব দর্শনে,
দেবতার মুগ্ধতা ভক্তের ভক্তিপূর্ণ অশ্রুতে,
রাজার মুগ্ধতা সেনাপতির বিশ্বস্ত শক্তিতে,
আমার মুগ্ধতা দেবী, শুধু তোমার তোমাতে!

আঁখি তোমার কাজল কালো, মৃগনয়না তুমি,
মায়াবী এই কণ্যাটিকে তাই চোখের মণিতে রাখি!
লাজুক চাহনিতে প্রেম, মৃদু হাসিতে স্নিগ্ধতা,
দেখলে তারে ঘিরে ধরে অপার মুগ্ধতা!

চাঁদকে আমি সুন্দর বলিনা, তুমি আমার তাই,
তোমার অধিক মুগ্ধতা আমি চাঁদে নাহি পাই!
ল্যুভে আমি যাব না দেখতে মোনালিসার হাসি,
তোমার কুহক, ইন্দ্রজালে মনোমুগ্ধ আমি!

তুমি আমার শুদ্ধ অর্ঘ্য, অপরূপা, অপ্সরী,
তোমার অধিক মুগ্ধতা ঐশ্বরিয়া রায়ে নাহি খুঁজি!
প্রেমিক চোখে চির অনন্যা, তুমি দেবী,
তবে কি ভাগ্যবান-সৌভাগ্যবতী নয়কো তুমি।

তুমি রবে বটবৃক্ষের তলে শক্ত ভাবে হাতটা ধরে,
রবে প্রাচুর্যের ওই আধুনিক ফ্ল্যাটে,
তুমি রবে ফুটপাতে সিংগাড়া খাবার লগ্নে,
রবে পাঁচ তারা হোটেলের বিলাসী ভোজনে।

তুমি রবে কুৎসা-অপবাদ সহ্য করে হাসিমুখে সাথে,
রবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত তোমার গর্বের আমিতে!
হে দেবী, তোমার সাথে সাত জনম কাটিয়ে,
হব আমি বৃদ্ধ ধরিত্রীর এই রঙ্গমঞ্চে!

যদি বলে কেউ মুগ্ধতা তবে কি?
আমি সস্নিগ্ধ চিত্তে বলে দেব তোমার নামটি!