ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

0
146
Exif_JPEG_420

ইয়ামিন হোসেন, ভোলা: সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ অবমাননার প্রতিবাদ এবং বাংলাদেশে বির্তকিত পাঠ্যপুস্তক সংশোধনে দাবীতে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ থেকে শুরু হয়ে বাংলাস্কুল মোড় ঘুরে ভোলা নতুন বাজার চত্ত্বরে এসে বিক্ষোভ শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সুইডেন ও নেদারল্যান্ডে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের পাঠ্যবইে বির্তকিত ছবি ও লেখা সংশোধন এর দাবী তুলেন।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এর কঠোর সমালোচনা করে পদত্যাগের দাবী জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান করেন এবং পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে সরকার গঠন করে ইসলামী আইনে দেশ চলবে বলেও হুশিয়ারী দিয়েছেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলা শাখার সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরী, শ্রমিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ওবায়েদ বিন মোস্তফা, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা তাজ উদ্দিন ফারুকী, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমানপ্রমুখ।