ভোলায় আধাবেলা অটো-মিশুক ড্রাইভারদের ধর্মঘট, দূর্ভোগে যাত্রীরা

0
231

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলা শহরের নতুন বাজারে লাইনম্যানের নামে চাঁদাবাজি ও পৌরসভার লাইসেন্সে ৪ হাজার টাকা করার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার বিভিন্ন সড়কে ধর্মঘট করেছে অটো-মিশুক ড্রাইভাররা। এতে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

রবিবার সকাল থেকে ভোলা শহরের প্রবেশের প্রতিটি রোডে এই অটো-মিশুক বন্ধ করে দিয়ে ধর্মঘট করা হয়।
পরে দুপুর ১টায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে চালকরা।

অটো-মিশুক চালকদের অভিযোগ তাদের সিমিত আয়ের গাড়ী থেকে প্রতিদিন শহরের নতুনবাজারে ডিউটি করা আনসার ও লাইনম্যানরা দৈনিক ৫০ টাকা করে চাঁদাবাজি করেন আবার টাকা না দিলে নানান ভাবে হয়রানী এমন কি গায়ে ও হাত তুলেন বলে অভিযোগ করেন চালকরা।

এখন আবার নতুন করে পৌরসভার লাইন্সেস করতে হলে ৪ হাজার টাকা দিতে হবে। আমরা গরীব মানুষ, দৈনিক কত টাকা আয় করি? এই টাকায় আমাদের সংসার চলতে কষ্ট হয়। অতিদ্রুত এসব চাঁদাবাজি বন্ধ ও লাইসেন্স এর টাকা কমিয়ে আনার দাবী জানান চালকরা।