শার্শায়”স্থায়ী বিশ্ব শান্তি”শ্লোগানে পৃথিবীর প্রতিকী জম্মদিন পালিত

0
169

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ “স্থায়ী বিশ্ব শান্তি”শ্লোগানে আর্ট মাদার এ্যান্ড আর্থ ফাউন্ডেশনের ৭ বর্ষে পদার্পন শার্শায় পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ ই জানুয়ারী) দুপুর ১২ টার দিকে সাসসের উদ্যোগে শার্শার বাগআঁচড়া প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে ক্রেস্ট প্রদান, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।

বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মফিজুল ইসলাম(পিপিএম)।

বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে এসময় বক্তব্য রাখেন বিডিনিউজ ২৪এর বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুল ইসলাম।

এ সময় আর্ট মাদার এ্যান্ড আর্ট ফাউন্ডেশনের যশোর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান,বাগআঁচড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল জলিল,যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়ন,সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু,নাজিম উদ্দিন জনি,ইকরামুল ইসলাম, এবিএস রনি, জিল্লুর রহমান সহ এলাকার সুধীজনেরা উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান (পিপিএম) বলেন,পৃথিবীতে বিশিষ্ট এমন ব্যাক্তি আছে যে শান্তির জন্য জীবন বিলিয়ে দিয়েছে, সব চাইতে বেশি প্রয়োজন হলে আমাদের সচেতনতা নিজেরা সচেতন হব অন্যদের সচেতন করবো।তাহলে সুন্দর একটি পৃথিবীর উপহার পাব।

উলেখ্য, নিউজিল্যান্ডের একজন নাগরিক মাইকেল তরুন “স্হায়ী বিশ্ব শান্তির তত্ত্ব বা ” Theory for (of)parmanent wirld peace”এর আবিস্কারক।অথাত পৃথিবী ও কলা বিপব দিবস বা Earth & Art Revolution doy।এটি আন্তর্জাতিক ভাবে নানা প্রতি আসন্ন প্রতিবছর এই দিনে নানা জায়গায় পালিত হয়ে আসছে।