মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সতের লাখ নতুন বই বিতরণ

0
244

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবে বিনামূল্যে প্রাথমিক পর্যায়ে এক লাখ নব্বই হাজার এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ চল্লিশ হাজার শিক্ষার্থীসহ মোট ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ১৭ লাখ নতুন বই পেয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই বই বিতরণ
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, সারাদেশে প্রাথামিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সরকার
৩৫কোটি বই বিতরণ করছে। যার দাম হাজার-হাজার কোটি টাকা। এসব বই বিনামূল্যে। পৃথিবীর কোথাও বিনামূল্যে বই বিতরণের নজির নাই। শুধু বাংলাদেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ছেলে-মেয়েকে লেখাপড়ার জন্য বই দিয়েছে। শুধু মানিকগঞ্জেই সতেরো লাখ বই দেওয়া হয়েছে। সারা দেশে চারকোটি ছেলে- মেয়েরা এই বই পাবে। একজন শিক্ষার্থীর কাছে নতুন বইয়ের চেয়ে অর্থবহ আর কোন উপহার নাই।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, বালকউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মাকসুদা আহম্মেদ, শিক্ষার্থী এবং অভিভবকরা।