ভোলার ভেদুরিয়ায় কালভার্ট নির্মাণ, ভেঙ্গে গেছে তিনদিন পরেই

0
169

ইয়ামিন হোসেন: ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধাতে স্থানীয় পরিষদের বরাদ্দ থেকে মেম্বার ফরিদ উদ্দিন কালভার্টটি নির্মাণ করেন।
নিম্নমানের সামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের সামান্য কিছু খরচ করে কালভার্ট নির্মাণ করায় তিনদিন পরেই ভেঙ্গে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বর্তমানে ভাঙ্গা কালভার্ট দিয়ে চলাচল করতে চরম দূর্ভোগে পরেছে পথচারীরা৷

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার ফরিদ উদ্দিন জানান, হামজার (ট্রাক্টর) চাপে কালভার্টটি ভেঙ্গে গেছে। দুই একদিনের মধ্যে ঠিক করে দিবো। কতদিন আগে ভেঙ্গেছ? এমন প্রশ্ন তিনি বলেন তৈরি করার পর পরই ভেঙ্গে গেছে।

কত টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করেছেন? এ সময় মেম্বার ফরিদ বলেন ৭০ হাজার টাকা বরাদ্দ পাইছি ভাই পরিষদ থেকে তবে ৫ ইঞ্চিই দিয়েছি।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কামাল হোসেন কে ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।