ভোলার মেঘনায় মাছ ধরতে জেলে নিখোঁজ

0
123

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। কোষ্টগার্ড সদস্যরা ৪ঘন্টা ব্যাপী অভিযান সালিও অভিধান চালিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড ও জেলে সূত্র জানায়, সোমবার (৫ই ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামপ্রসাদ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাবুল মাঝি নামের এক জেলের নৌকা থেকে নোঙ্গর ফেলানোর সময় রশিতে পেচিয়ে নদীতে পড়ে যায়। সে চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খলিলু রহমানের ছেলে।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, সংবাদ পেয়ে বেলা বারোটা থেকে ৪টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান বাবুল নামের এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছেন, উদ্ধারের চেষ্টা চলছে।