খুলনা বেতার কেন্দ্রের আধুনিকায়নের উদ্বোধন করলেন কেসিসি মেয়র

0
227

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের অভ্যর্থনা কক্ষ, অধিবেশন কক্ষ ও স্টুডিও’র আধুনিকায়ন করা হয়। সোমবার (৩১ অক্টোবর) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধন অনুষ্ঠানে কেসিসি মেয়র সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করায় বেতারের ভূয়সী প্রশংসা করেন। শ্রোতাদের আকৃষ্ঠ করতে অনুষ্ঠানের মান আরো উন্নত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বেতারের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার ও উপ বার্তানিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলামসহ বেতারের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পী-কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।