খুলনায় ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করলো পরিবেশ অধিদপ্তর

0
225

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ প্রতিরোধে ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। এসময় ৫টি বাস ও ১টি ট্রাক ড্রাইভারকে ৬টি মামলায় পাঁচ হাজার চারশো টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে নগরীর বৈকালি আদ-দ্বীন হাসপাতালের সামনে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণ মানব শরীরে উপর যে ক্ষতিকর সে বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জেলা আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।