অবশেষে মন্ট্রিয়লে উন্মুক্ত শহীদ মিনার তৈরির জন্য জায়গা দিয়েছে সিটি অব মন্ট্রিয়ল

0
402

অনেক আগে থেকেই সিটির নিকট দাবী ছিল একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের। অবশেষে দাবী পূরণ হতে যাচ্ছে। নোয়াখালীর বেগমগনঞ্জে জন্ম গ্রহণ করা রোমেন আলম শিশু বয়সে কানাডা চলে আসে বাবা মায়ের সাথে। কানাডায় বেড়ে উঠা, কানাডায় লেখাপড়া করলেও ভুলে যায়নি বাংলাদেশকে, ভুলে যায়নি বায়ান্নর ভাষা শহীদদেরকে। রোমেন আলম সিটি অব মন্ট্রিয়লে কর্মরত।

সতেরো বছর বয়সী ভারতীয়দের নিয়ে একটি প্রজেক্টে কাজ করছে রোমেন আলম। Maison des jeunes L’Escampette অর্গানাইজেশন মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সন্মান জানাতে মন্ট্রিয়ল শহরের ডাউন টাউনে Parc de L’encan-এ শহীদ মিনারটি নির্মাণ হবে।

২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে রোমেন আলমের নেতৃত্বে কার্যক্রম এগিয়ে চলছে।

আজ ৩০শে অক্টোবর রোববার সিটির ভিনেত লাইব্রেরীর হলরুমে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন রোমেন আলম। সভাশেষে বরাদ্দকৃত মাঠ পরিদর্শন করেন কমিউনিটির নেতৃবৃন্দ। এই Parc de L’encan-এ শহীদ মিনার, এখানেই বাঙালী সংস্কৃতি চর্চার কেন্দ্র, বাঙালি সংস্কৃতির চেতনায় “একুশ চত্বর” নামকরণ করার প্রস্তাব করেন কমিউনিটির নেতা হাসান জাহীদ কমল।