নীলফামারীতে দুই শিশু সহ আরো ১০ জন করোনা শনাক্ত

0
95

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় দুই শিশু সহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্ট হতে এ তথ্য পাওয়া গেছে।

জেলায় নতুন করে করোনা পজেটিভদের মধ্যে- নীলফামারী পৌরসভার কুখাপাড়া সুইসগেট এলাকার এক নারী, জলঢাকা উপজেলার এক স্বাস্থ্যকর্মী, জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার দুই শিশু, একই এলাকার একজন, জলঢাকা উপজেলা পরিষদ এলাকার একজন, ডোমার উপজেলার সাহাপাড়ায় এক দৃহবধু, চান্দিনাপাড়ার দুই জন এবং সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুর এলাকার একজন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯৫ জন। নীলফামারী সদরে ১৯৮ জন, জলঢাকা উপজেলায় ৮৮ জন, সৈয়দপুর উপজেলায় ৭১ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, ডোমার উপজেলায় ৪৮ এবং কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৩৫৫ জন। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন। জেলায় এখন পর্যন্ত ১ নারী সহ মৃত্যু বরণ করেছেন ৮ জন।