ধামরাইয়ে অবৈধ ইটভাটা বন্ধে দুই দিন ব্যাপী অভিযান

0
156

রনজিত কুমার পাল বাবু, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে শনিবার ( ০১/১০/২০২২) এবং রবিবার (০২/১০/২০২২) দুই দিন ব্যাপী অভিযান চালানো হয়।

শনিবার (০১/১০/২০২২ খ্রি) অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে ০২টি ইটভাটার চিমনি ভেংগে দেয়া হয় এবং আরেকটি ইটভাটার কাগজপত্রের মেয়াদ না থাকায় মালিককে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রথম দিনের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈনুল হক এবং ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার।

রবিবার (০২/১০/২০২২) অভিযানে আরো ০৩টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। অবৈধ ইটভাটার কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসন, ঢাকা এবং উপজেলা প্রশাসন, ধামরাই এর যৌথ অভিযান অব্যাহত থাকবে।