নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

0
156

নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাওন নামের একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির নেতাদের নেতাকর্মীরা চুনকা পাঠাগারের সামনে জড়ো হয়। আগে থেকে সেখানে থাকা পুলিশ তাদের সমাবেশ করতে বাধা দেয়। এ সময়ে নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ হয়।

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে, পুলিশ বক্স ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে।

এ সময়ে যুবদল নেতা শাওন গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হাসান শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ডাক্তার নাজমুল জানান, গুলিবিদ্ধ শাওনকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত শাওন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সাহেব আলীর ছেলে। শাওন যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে বিএনপির নেতারা।