ধামরাইয়ে বঙ্গমাতার ৯২ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

0
229

রনজিত কুমার পাল বাবু: বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা,সেলাই মেশিন বিতরন ও বীর মুক্তিযুদ্ধাদের স্মার্ট আইডি কার্ড, সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

সোমবার (৮ই আগষ্ট) ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা,সেলাই মেশিন বিতরন ও বীর মুক্তিযুদ্ধাদের স্মার্ট আইডি কার্ড, সার্টিফিকেট বিতরনের এ’অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ,ঢাকা জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্হিত ছিলেন।