সিলেটে জমিয়তের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

0
248

মোহাম্মদ অলিদ তালুকদার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসাবে সিলেট জেলার বিয়ানীবাবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গীরদার জামে মসজিদ প্রাঙ্গণে ২৮ জুন মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ রোডের দেড় শতাধিক দরিদ্র পানিবন্দী মানুষ মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানা, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মুফতী জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, ছাত্রনেতা রেজাউর রহিম উসামা প্রমুখ।

এছাড়াও বিয়ানীবাজার উপজেলার দুভাগ ইউনিয়নে মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী মাধ্যমে ৫০টি পরিবারের মধ্যে ও মোল্লারগাঁও ইউনিয়নে মাওলানা আব্দুল মুকিত এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৩০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাককারিয়া মাহমাদুর এর মাধ্যমে দুই শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।