ভোলা

ভোলায় নাদিয়া ফার্ণিচারের ৩১তম শাখা উদ্বোধন

ইয়ামিন হোসেন: দেশের অন্যতম গুনগত মানসম্পন্ন নাদিয়া ফার্ণিচারের ভোলায় ৩১তম শাখা উদ্বোধন করা হয়েছে। দোয়া মিলাদ ও কেক কাটার মাধ্যমে শনিবার বিকালে ভোলা শহরের পুরান যুগিরখোল ঈদগাঁ মাঠ সংলগ্ন এই শাখার উদ্বোধন করা হয়।

ভোলা পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম সামিম প্রধান অতিথি হিসেবে এই শাখা উদ্বোধন করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় নাদিয়া ফার্ণিচারের গুনগত মান নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, নাদিয়া ফার্ণিচারের সিও রকিব উদ্দিন, এজিএম মেহবুব হাসান,হেদায়েত উল্লাহ লাভলু, ভোলার ব্যবসায়ীক পার্টনার রাছেল হোসেন এবং তার বড় ভাই কবির হোসেনপ্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button