রাজনীতি

শেখ হাসিনাকে কটূক্তি করলে আবেগে লাগে : কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ কটূক্তি করলে আমাদের আবেগে লাগে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ জুন) বিকেলে শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে আমাদের আবেগে লাগে। বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ কথা বললে আমাদের খারাপ লাগে। বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করলে আমরা অপমানিত বোধ করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না। আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে। প্রধানমন্ত্রীর অপমান সহ্য করা হবে না। আমরা এর প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেব।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার অপরাধ তিনি পদ্মা সেতু নিজেদের টাকায় করেছেন। তার অপরাধ ঢাকায় মেট্রোরেল করেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন। শেখ হাসিনার অপরাধ আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

এ সময় ‘পদ্মা নদীর দুই দিকে খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর দিয়েছে’ ফখরুলের এমন বক্তব্যের জন্য তাকে মিথ্যাচারের ওপর নোবেল পুরস্কার দেওয়া হোক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button