রাজনীতি

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই: আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ, জাতি ও ইসলামের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। বিধায় জনগণের স্বতঃস্ফূর্তভাবে সংগঠনটির ছায়াতলে একতাবদ্ধ হচ্ছে। জনগণের ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাথে হয়ে গেছে।

২৯ মে রবিবার রাজধানীর আদবরস্থ নবদোয় কনভেনশন সেন্টারে আদাবর থানা সভাপতি মুফতী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ মোশাররফ হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনে হাতপাখা প্রতিকে সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দূর্নীতি, দুঃশাসন, ধর্ষণ, খুন, গুম ও নানাবিধ সমস্যায় বিপর্যস্ত পুরো দেশ ও জনগণ। দেশকে কোনও ব্যক্তি বা গোষ্ঠির কাছে ইজারা দেয়া হয়নি। জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত না করে উল্টো রাষ্ট্রের পরিচালকদের বেফাঁস মন্তব্যে জনগণ অনেকটাই বিব্রত। জনগণের ঐক্য পরীক্ষা করতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের অন্যতম দাবী।

দূর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিটি নেতাকর্মীকে বিগত দিনের চেয়ে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। নবাগত সদস্য সম্মেলনে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সদ্য সদস্য হওয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button