‘দিনাজপুর জেলা আওয়ামী আইন সহায়তা কমিটি’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

0
143

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা আওয়ামী আইন সহায়তা কমিটি নামে সেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ। সংগঠনের আহবায়ক এ্যাড. হামিদুল এবং সদস্য সচিব এ্যাড. হাজী সাইফুল ইসলাম।

দিনাজপুরে কোভিড-১৯ মোকাবেলায় দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে দিনাজপুর জেলার আওয়ামী মনা আইনজীবিরা ‘দিনাজপুর জেলা আওয়ামী আইন সহায়তা কমিটি’ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করিয়েছেন। ৪ মে সোমবার সন্ধ্যায় তারা এ সংগঠনের নাম ও কমিটি ঘোষনা করেন।

প্রাথমিকভাবে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপকে সহায়তা করাসহ করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষসহ দিনাজপুরের আপামর জনগনকে আইনী সহায়তা ছাড়াও সকল প্রকার সহায়তা প্রদান করাই এ কমিটির অন্যতম প্রধান কাজ হবে বলে উদ্যোক্তাগণ জানিয়েছেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হামিদুল ইসলামকে আহবায়ক, এ্যাড. এবিএম শফিকুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সদস্য অতিঃ পিপি হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেটকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, দিনাজপুর জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যন ও পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি, জিপি এ্যাড. নুরল ইসলাম, স্পেশাল পিপি এ্যাড. মোঃ সামসুর রহমান পারভেজ, নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাড. তৈয়বা বেগম, অতিরিক্ত পিপি এ্যাড. কাজেম উদ্দীন, অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ তোহা, এ্যাড. আমিনুল ইসলাম তুফান, এ্যাড. নিত্যানন্দ রায়, এপিপি এ্যাড. সলিমুল্লা সেলিম, এ্যাড. মোসলেম উদ্দীন সরকার, এপিপি অনিমেষ রায়, জেলা পরিষদের সদস্য রবিউল ইসলাম (২), এপিপি এ্যাড. রনজিত কুমার সরকার, এপিপি এ্যাড. সাজ্জাদ হোসেন চৌধুরী, এপিপি এ্যাড. মাসুদা বেগম, এপিপি এ্যাড. অমল কুমার দেব শর্মা, এ্যাড. মোছাঃ আরজিনা বাঁধন, এ্যাড. মোঃ শরিয়ত হোসেন, এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল, এ্যাড. মোঃ আশফার হোসেন চৌধুরী (বাবু), এ্যাড. মোঃ আনারুল ইসলাম, এ্যাড. অপূর্ব রায়, এ্যাড. মোখলেসুর রহমান দুলাল, এ্যাড. সাবিনা ইয়াসমিন কাকলী, এ্যাড. আয়েশা সিদ্দিকা রুমী, এ্যাড. কাজী মাহবুব সোবহানী চৌধুরী বাবু, এ্যাড. অক্ষয় কুমার রায় (২) এবং এ্যাড. আব্দুল হাকিম।