ধামরাই পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
89

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ গড়তে ধামরাই থানা পুলিশের আয়োজনে ধামরাই পৌরসভার (৪,৫,৬) নং ওয়ার্ড এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ’মতবিনিময় সভা ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা।
এ সভায় ধামরাই থানার অফিসার ইনচার্জ শ্রী দীপক চন্দ্র সাহা ঢাকা জেলা পুলিশের ভাড়াটিয়া ফরম বিতরন করেন ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) মোঃ মাসুদুর রহমান, ধামরাই পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ড এর বিট অফিসার এস আই জনি,ধামরাই পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই থানার অফিসার ইনচার্জ শ্রী দীপক চন্দ্র বলেন- মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে আমাদের আইজিপি স্যার এর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বলেছেন জনগনকে পুলিশি সেবা নিতে থানায় আসতে হবে না, প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে যাবে জনগনের পাশে ।