রাজশাহীতে ৮৩ দিনে আক্রান্ত ১০৭২ সুস্থ ১৪৫ জন মৃত্যু ১২ জন

0
116

নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দু’টি ল্যাবে গতকাল ৮৪ জন করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭২ জন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে রাজশাহীর ২১ জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা.বুলবুল হাসান এ তথ্য জানান। এদিকে, নতুন করে একদিনে ৮৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় ১২ই এপ্রিল থেকে এই ৮৩ দিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। ১০৭২ জনের মধ্যে মহানগরেই আক্রান্ত ৮১৫ জন। এদিকে রাজশাহীর সচেতন মানুষের ধারণা রাজশাহীতে প্রতিদিন যে ভাবে আক্রান্ত হচ্ছে তাতে চলতি মাস শেষ হওয়ার আগেই দ্বিগুন ছাড়িয়ে যাবে বলে আশংকা করছেন তারা। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। আর করোনামুক্ত সুস্থ হয়েছেন ১৪৫ জন।