মোংলায় বনবিভাগের অভিযানে ১৫ কেজি হরিনের মাংস উদ্ধার

0
76

মোঃসোহেল, মোংলা প্রতিনিধিঃ মোংলা উপজেলার পরশু নদী সংলগ্ন চিলা বাজার এলাকায় বনবিভাগের অভিযানে একটি ডিঙ্গি নৌকা থেকে হরিনের মাথা, মাংস ও পা উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে সুন্দরবনের করমজল বনপ্রাণী প্রজনন কেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় একটি ডিঙ্গি নৌকা থেকে একটি হরিণের মাথা, ৪টি পা ও ১৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ।

এবিষয়ে বনবিভাগের কর্মকর্তা আজাদ কবির জানায়,এ ঘটনায় কোন আসামী কে আটক করা সম্ভব হয়নি।বনবিভাগের অভিযানের খবর টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে আসামীদের বনপ্রহরীরা চিনতে পেরেছেন। তারা হলো মোংলার গাববুনিয়া গ্রামের বাশিন্দা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বনবিভাগের কর্মকর্তা।