দেশজুড়ে

শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাঢ়িখাল আওয়ামী লীগের পার্টি অফিস পাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন।

রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজোয়ান হোসেন ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফ বেপারীর স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমত, ঘোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, যুবলীগ নেতা মো. সৈকত খান, আব্দুল মঈম কমল, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম খানসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ