দেশজুড়ে

জামিরতা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মাহবুবুল আলম, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইইউনিয়নের জামিরতা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বুধবার (২৩ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দিয়ে মাননীয় এমপি মহোদয় কে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহির, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র, চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু সহ আরো অনেকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button