জামিরতা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
মাহবুবুল আলম, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইইউনিয়নের জামিরতা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বুধবার (২৩ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দিয়ে মাননীয় এমপি মহোদয় কে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহির, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র, চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু সহ আরো অনেকে।