পলাশবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

0
199

ছাদেকুল ইসলাম রুবেল,(গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু করা হয়েছে।

গত রোববার থেকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ও দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে সাহা টেড্রাস ও মহদীপুর ইউপিতে টিসিবির তদারকির দায়িত্বে ট‍্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম। কার্ড ধারীর সংখ‍্যা ৪ হাজার ৬৬ জন। তনি টেড্রাডাস মহদীপুৱ ইউনিয়ন পরিষদ মাঠে জনের মাঝে। ১ হাজার জনের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে ৷

এ ছাড়াও উপজেলাৱ হোসেন পুৱ ইউনিয়নেৱ হাসবাড়ী উচ্চবিদ্যালয়েৱ মাঠে বরিশাল ইউনিয়নে মের্সাস আজাদ ট্রেডাস কতৃক বরিশাল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে , এবং পবনাপুৱ ইউনিয়নে মের্সাস নজরুল ইসলাম ৱাজু কতৃক মোস্তাপুৱ সরকারি প্রার্থমিক বিদ্যালয় চত্বর থেকে সুষ্ঠ পরিবেশে টিসিবি পণ্য বিতৱণ করছেন সংশিষ্ট কতৃ পক্ষ৷৷