অধ্যাপক মুনতাসীর মামুন শঙ্কামুক্ত

0
135

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন সেরে উঠছেন। তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত।চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।শনিবার সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চিকিৎসা ও সেবায় দ্রুত সেরে উঠছেন মুনতাসীর মামুন।

মুনতাসীর মামুনের মা জাহানারা খান করোনাভাইরাসে আক্রান্ত। মাকে নিয়ে হাসপাতালে গেলে নিজেও আক্রান্ত হন এই অধ্যাপক।করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। পর দিন পরীক্ষায় তারও করোনা পজিটিভ শনাক্ত হয়।

৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট রয়েছে। ওই হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। গঠন করা হয় মেডিকেল বোর্ড।