মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী নামক বিশাল এই বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে ঈদের কেনাকাটা।
রবিবার (১০ মে) সকাল না হতে হাটবাজারে যথেষ্ট পরিমাণে জনসমাগমের বৃদ্ধি দেখা গিয়েছে। সরকারিভাবে ঘোষণা থাকে যে স্বল্প পরিসরে দোকানপাট খোলা যাবে কিন্তু উপজেলার বিভিন্ন গার্মেন্টস এর দোকান সহ
সহ অন্যান্য দোকানগুলোতে গা ঘেঁষে ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছুই নেই।
এবিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার্স, মো: সরোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেন কেনাবেচা করা হয় সেজন্য প্রতিদিন বাজারগুলোতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচারনা চালানো হচ্ছে। কখনও মোবাইল কোর্ট স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করছে।