জাতীয়

একাত্তরে পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত : মেয়র তাপস

একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, দীর্ঘদিন পরে হলেও রাজাকার, আলবদর, আলশামসদের মধ্যে যারা মূল হোতা ছিল, তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু যারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা এখনও সারাদেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে আছে। এদের সবাইকে বিচারের আওতায় আনাটা জাতির দাবি।

বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে, বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button