দক্ষিণ আফ্রিকা প্রবাসীদেরকে দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী

0
85
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেন, “যে কোন জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে, কোন জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পরে আসার পরামর্শ দিচ্ছি।”

আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশীদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

ড. মোমেন সতর্ক করে দিয়ে বলেন, এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে নতুন ওমিক্রন মোকাবিলায় সরকারের পদক্ষেপের অংশ হিসাবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সুত্রঃ বাসস।