দেশজুড়ে

মানিকগঞ্জে সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটকেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে পরিণত হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।

জানা গেছে, সদর উপজেলার ২ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ৮ টি ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া ১০ টি ইউনিয়নের সাধারন সদস্য পদে ৩৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রতিদ্বন্দীতা করছেন। মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে মানিকগঞ্জের দশটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অ-নিয়মের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, ভোটাররা স্বতস্ফূর্ত ভোট দিচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের চাপ দেখা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button