ফাইজারের কোভিড বড়ির কার্যকারিতা পর্যালোচনা করছে ইইউ

0
84

ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ পর্যবেক্ষণ সংস্থা এ ইউনিয়নের সদস্যভূক্ত দেশগুলোতে জরুরি ব্যবহারের জন্য শুক্রবার ফাইজারের তৈরি কোভিড বড়ির কার্যকারিতা পর্যালোচনা শুরু করেছে। হঠাৎ করে বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর উপায় হিসেবে তারা এটি পর্যবেক্ষণ করছে। খবর এএফপি’র।

ইউরোপজুড়ে আনুষ্ঠানিক অনুমোদনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের জায়ান্ট ওষুধ কোম্পানি ফাইজারের তৈরি প্রতিশ্রুতিশীল এন্টিভাইরাল ট্রিটমেন্ট কাজে লাগাতে চাওয়া দেশগুলো পরামর্শ দেবে ইউরোপিয়ান মেডিসিন সংস্থা।

আর্মটার্ডাম ভিত্তিক ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানায়, ‘ইএমএ ফাইজারের তৈরি কোভিড-১৯’র চিকিৎসার জন্য ওরাল ট্রিটমেন্ট পক্সিওভিড ব্যবহার বিষয়ে বর্তমানে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখছে।’