দেশজুড়ে

মুন্সীগঞ্জে বাস চাঁপায় স্কুল ছাত্র নিহত

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় মো. রেদওয়ান শাহীন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী রয়েল কোচের একটি বাস স্কুল ছাত্র শাহীনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বাবুল জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। বাসচালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নিহত স্কুল ছাত্র শাহীন ভাটেরচর দে এ মান্নার পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও আনারপুরা গ্রামের মো. ইব্রাহীম প্রধানের ছেলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button