মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

0
82

মতিন রহমান, মাগুরা : মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগান নিয়ে মাগুরা সদর থানা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে এই অনুষ্ঠান উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শহরের সড়ক ঘুরে মাগুরা পুলিশ লাইনে এসে শেষ হয়।

আলোচনা সভায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর থানা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির।

এসময় বক্তারা জেলার কমিউনিটি পুলিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল ও এ্যাডভোকেট শাহানা আক্তার ডেইলি।

র‍্যালী ও আলোচনা সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার কমিউনিটি পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।