দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সহকারী শিক্ষক সামিদুল ইসলাম (৩৬) রবিবার ২৪ অক্টোবর বিকেলে সড়ক দূর্ঘটনায় নিহিত হয়েছেন। সে উপজেলার কলিগাঁ গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সামিদুলের একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে পরে স্ত্রী- সন্তানকে নিয়ে মোটরসাইকেল ভেকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়।

ভেকসিন নিয়ে আসার পথে সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে একটি পাগলু গাড়ীর সাথে সংঘর্ষ লেগে ছিটকে পড়ে গুরুতর অসুস্থ হয়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button