নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
113

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) উপজেলা হলরুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফাউন্ডেশনের উপকারভূগী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গে উপস্থিতিতে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মো. আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক আলম ফরাজী, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সংগঠনের সভাপতি নেছার আহম্মেদ তুষার, ছাত্রী বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার মিম, সিনিয়র-সহ-সভাপতি হাসান ভূইয়া হৃদয়, সহ-সভাপতি দিদারুল ইসলাম আকন্দ আশিক সহ আরো অনেকেই।

এর আগে অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অত্র সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পরে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী হাসান মাহমুদ বোরহানের অনুদানে অসহায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও খাতা-কলম বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন ভূইয়া, সংগঠনের সদস্যবৃন্দ সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।