দেশজুড়ে

ঘোড়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ই অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এডিপির সহযোগীতায় কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকারের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মমদেল হোসেন, ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এডিপির মাঠকর্মী মোঃ শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button